মিথ্যা বলার প্রধান কারণ হলো, আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি, অনৈতিক সুবিধা লাভের চিন্তা, অতিরিক্ত রাগ-অনুরাগের বশবর্তী হওয়া, নিজের প্রতি অন্যদের আকর্ষণ করা, নিজেকে বড় বলে জাহির করা ইত্যাদি। মিথ্যা বলা ইসলামে বড় অন্যায় কাজ। একটি মিথ্যা, আরেকটি মিথ্যাকে টেনে আনে এবং সমাজে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার পথ তৈরি করে। এখানে মিথ্যা বলার কয়েকটি ক্ষতি ও ভয়াবহতার কথা তুলে ধরা হলো:
মিথ্যা বলার ক্ষতি
- মিথ্যা সত্য গ্রহণ করার মনমানসিকতা লুপ্ত করে দেয়।
- মিথ্যা বিভিন্ন ধরনের গুনাহের পথ তৈরি করে দেয়।
- একটি মিথ্যা অনেক মিথ্যার জন্ম দেয়।
- মিথ্যা দায়িত্বজ্ঞান কমিয়ে দেয়।
- মিথ্যা আল্লাহর রহমত ও হেদায়াত থেকে দূরে সরিয়ে দেয়।
মিথ্যার ভয়াবহতা
- পবিত্র কোরআনে মহান আল্লাহ এরশাদ করেন, ‘নিশ্চয়ই তারাই মিথ্যা আরোপ করে, যারা আল্লাহর নিদর্শনসমূহে বিশ্বাস করে না এবং প্রকৃতপক্ষে তারাই মিথ্যাবাদী।’ (সুরা নাহল: ১০৫)
- হাদিসে এসেছে, নবী (সা.) বলেন, ‘মুনাফেকির দরজাগুলোর অন্যতম হলো মিথ্যা।’ (তানবিহ আল-খাওয়াতির: ৯২)
- নবী (সা.) এরশাদ করেন, ‘তুমি তোমার ভাইয়ের সঙ্গে কথা বলো এবং সে তোমাকে বিশ্বাস করে অথচ তুমি তাকে মিথ্যা বলছ—এটি বড় বিশ্বাসঘাতকতা।’ (আত-তারগিব: ৩/৫৯৬)
- নবী (সা.) এরশাদ করেছেন, ‘মিথ্যা থেকে দূরে থাকো। কারণ মিথ্যা ইমান থেকে দূরে সরিয়ে দেয়।’ (কানজুল উম্মাল: ৩/৮২০৬)
- নবী (সা.) এরশাদ করেছেন, ‘মানুষ যখন মিথ্যা কথা বলে, তখন মিথ্যার দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদী থেকে এক মাইল দূরে চলে যায়।’ (তিরমিজি: ১৯৭২)।
- সৌজন্যে আজকের পত্রিকা