Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মিডিয়া ব্যক্তিত্ব  ইকবাল হোসেন আনা ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি

স্টাফ রিপোর্টার-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিশিষ্ট শিক্ষানুরাগী ও মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল হোসেন আনা নির্বাচিত হয়েছেন। ইতিপূর্বে তিনি এই বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

ইকবাল হোসেন আনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে তিনি ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ১৯৮২ সালে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালীন প্রথম সভাপতি ছিলেন ইকবাল হোসেন আনার চাচা মন্তেশ্বর আলী মহাজন। দ্বিতীয় সভাপতি ছিলেন তার মামা এখলাছুর রহমান মাস্টার।
ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন ইকবাল হোসেন আনা।

Exit mobile version