Site icon
জগন্নাথপুর টুয়েন্টিফোর

মা-বাবাকে সম্বোধনে কোরআনের নির্দেশনা

মা-বাবা সব মানুষের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী। তাঁদের সম্মান দিয়ে কথা বলতে হবে এবং তাঁদের সঙ্গে নম্র-ভদ্র আচরণ করতে হবে। তাঁদের আদব ও শিষ্টাচারের সঙ্গে ডাকবে। মহান আল্লাহ বলেন, ‘আর তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তাঁকে ছাড়া অন্য কারো উপাসনা কোরো না এবং তোমরা পিতা-মাতার প্রতি সদাচরণ করো।

তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তাহলে তুমি তাদের প্রতি উহ শব্দটিও বোলো না এবং তাদের ধমক দিয়ো না। আর তাদের সঙ্গে নরমভাবে কথা বোলো।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ২৩)

মা-বাবা সন্তানের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী। সুতরাং তাঁদের সর্বদা সম্মান করা কর্তব্য।

আর এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে তাঁদের সম্মান ক্ষুণ্ন হয়। যেমন তাঁদের নাম ধরে ডাকা। হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) দুই ব্যক্তিকে দেখে তাদের একজনকে জিজ্ঞেস করেন, ইনি তোমার কী হন? সে বলল, তিনি আমার পিতা। তিনি বলেন, তাঁকে নাম ধরে ডেকো না, তাঁর আগে আগে চলো না এবং তাঁর সামনে বসো না।
’ (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৪৪) 

ওমর ইবনু জায়েদ (রহ.)-কে বলা হলো, ‘আপনার ছেলে আপনার সঙ্গে কিরূপ সদাচরণ করে? তিনি বলেন, আমি দিনে কখনো পথ চললে সে আমার পেছনে চলে। রাতে পথ চললে সে আমার সামনে চলে। আমি নিচে থাকলে সে ছাদে আরোহণ করে না।’

সুতরাং মা-বাবার সঙ্গে রাগারাগি করা যাবে না, তাঁদের গালি দেওয়া যাবে না, মন্দ নামে ডাকা যাবে না এবং তাঁদের মনঃকষ্টের কারণ হয়, এমন কোনো কাজ করা যাবে না।

সৌজন্যে কালের কণ্ঠ

Exit mobile version