1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মা-বাবাকে সম্বোধনে কোরআনের নির্দেশনা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম সভায় গাজায় গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ গাজায় মুসলমানদের উপর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে ফেয়ার ফেইসের বিক্ষোভ জগন্নাথপুরের নলুয়ার হাওর পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক বাড়তি শুল্ক ৩ মাস স্থগিত চেয়ে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মিছিলে মিছিলে উত্তাল জগন্নাথপুর ফিলিস্তিদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরে বিক্ষোভ মিছিল গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি মৌলভীবাজারে আইনজীবীকে ছুরিকাঘাতে হত্যা শিশুর মানসিক গঠনে মা-বাবার করণীয় জগন্নাথপুরে অপারেশন ডেভিল হান্ট: ওয়ার্ড আ লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মা-বাবাকে সম্বোধনে কোরআনের নির্দেশনা

  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

মা-বাবা সব মানুষের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী। তাঁদের সম্মান দিয়ে কথা বলতে হবে এবং তাঁদের সঙ্গে নম্র-ভদ্র আচরণ করতে হবে। তাঁদের আদব ও শিষ্টাচারের সঙ্গে ডাকবে। মহান আল্লাহ বলেন, ‘আর তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তাঁকে ছাড়া অন্য কারো উপাসনা কোরো না এবং তোমরা পিতা-মাতার প্রতি সদাচরণ করো।

তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তাহলে তুমি তাদের প্রতি উহ শব্দটিও বোলো না এবং তাদের ধমক দিয়ো না। আর তাদের সঙ্গে নরমভাবে কথা বোলো।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ২৩)

মা-বাবা সন্তানের কাছে সর্বোচ্চ সম্মানের অধিকারী। সুতরাং তাঁদের সর্বদা সম্মান করা কর্তব্য।

আর এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে তাঁদের সম্মান ক্ষুণ্ন হয়। যেমন তাঁদের নাম ধরে ডাকা। হাদিসে এসেছে, আবু হুরায়রা (রা.) দুই ব্যক্তিকে দেখে তাদের একজনকে জিজ্ঞেস করেন, ইনি তোমার কী হন? সে বলল, তিনি আমার পিতা। তিনি বলেন, তাঁকে নাম ধরে ডেকো না, তাঁর আগে আগে চলো না এবং তাঁর সামনে বসো না।
’ (আল-আদাবুল মুফরাদ, হাদিস : ৪৪) 

ওমর ইবনু জায়েদ (রহ.)-কে বলা হলো, ‘আপনার ছেলে আপনার সঙ্গে কিরূপ সদাচরণ করে? তিনি বলেন, আমি দিনে কখনো পথ চললে সে আমার পেছনে চলে। রাতে পথ চললে সে আমার সামনে চলে। আমি নিচে থাকলে সে ছাদে আরোহণ করে না।’

সুতরাং মা-বাবার সঙ্গে রাগারাগি করা যাবে না, তাঁদের গালি দেওয়া যাবে না, মন্দ নামে ডাকা যাবে না এবং তাঁদের মনঃকষ্টের কারণ হয়, এমন কোনো কাজ করা যাবে না।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com