1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মা ফুডস্ ইউকের উদ্যোগে জগন্নাথপুরে ক্রিকেট ম্যাচ অনুষ্টিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

মা ফুডস্ ইউকের উদ্যোগে জগন্নাথপুরে ক্রিকেট ম্যাচ অনুষ্টিত

  • Update Time : বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৫১৮ Time View

মা ফুডস্ ইউকের আয়োজনে জগন্নাথপুরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উপজেলার জগন্নাথপুর পৌর শহরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার তালতলা ক্রিকেট একাদশ বনাম শাহজালাল ক্রিকেট ক্লাবের মধ্যে খেলা অনুষ্টিত হয়। খেলায় টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেয় তালতলা একাদশ। প্রথমে বেটিংয়ে নেমে ১০ উইকেট হারিয়ে শাহজালাল ক্রিকেট ক্লাব সংগ্রহ করে ১৪৫ রান । দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন দলের অধিনায়ক আব্দুর রকিব। এসময় ৪টি করে উইকেট নেন শাহরিয়ার আহমদ তুয়েল এবং শাহরিয়ার আহমদ জুয়েল। অপর ২টি উইকেট নেন আজিজুল হক সুমন। জবাবে ব্যাট করতে নেমে তালতলা ক্রিকেট একাদশ ৫ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছেন। দলের হয়ে সর্বোচ্চ ৪৫রান করেন তরুন ক্রিকেটার শাহরিয়ার আহমদ জুয়েল। খেলায় ম্যাচ সেরা ক্রিকেটার নির্বাচিত হন পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার আলী মঞ্জিলের বাসিন্দা তরুন ক্রিকেটার শাহরিয়ার আহমদ জুয়েল। খেলা শেষে বিজয়ী তালতলা একাদশ ও রানার্সআপ শাহজালাল ক্রিকেট ক্লাবের মাঝে পুরস্কার বিতরন অনুষ্টিত হয়। আমন্ত্রিত অতিথি ও দর্শকদের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্টানে বিজয়ী তালতলা ক্রিকেট একাদশকে নগদ ২০হাজার টাকা, রানার্সআপ শাহজালাল ক্রিকেট ক্লাবকে নগদ ১৫হাজার টাকা এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হওয়ায় শাহরিয়ার আহমদ জুয়েলকে নগদ ৫ হাজার টাকা তুলে দেন খেলার আয়োজক সুনামধন্য ব্যবসা প্রতিষ্টা মা ফুডস্ ইউকের পক্ষে জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার আলী মঞ্জিলের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী সজ্জাদ আলী। পুরস্কার বিতরণী অনুষ্টানে খেলায় উপস্থিত দর্শক, অতিথিবৃন্দ এবং অংশ গ্রহনকারী ক্রিকেট খেলোয়ারদের মা ফুডস্ ইউকের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে যুক্তরাজ্য প্রবাসী সজ্জাদ আলী বলেন শিশু-কিশোরদের খেলাধূলার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ক্রিকেট ম্যাচের আয়োজন করা হবে। তিনি মা ফুডস্ ইউকের ব্যবসায়ীক অগ্রযাত্রায় সকলের দোয়া কামনা করেন। পুরস্কার বিতরণী অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কালা রায় সাধু, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আজাদ আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, বাউল গীতিকার ও শিল্পী উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম, সাবেক ছাত্রলীগ নেতা ক্রীড়া সংগঠক স্পেন প্রবাসী জুনাব আলী, সাবেক কৃতি ফুটবল তারকা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির, সংগীত শিল্পী আবুল কাশেম, সমাজকর্মী শফিকুল ইসলাম, জাকির হোসেন, জেলা ছাত্রলীগ নেতা সিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ নেতা এম এ মুকিত, সিলেট ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের ছাত্র ছাত্রলীগ নেতা শাহরিয়ার আহমদ তুয়েল, ব্যবসায়ী আছকন্দর মিয়া, মিঠু চন্দ প্রমূখ। ক্রিকেট টুর্নামেন্ট খেলায় অংশ নেয়া খেলোয়াররা হলেন তালতলা ক্রিকেট একাদশের আজিজুল হক সুমন, শাহরিয়ার আহমদ তুয়েল, মুহিবুর রহমান, শাহরিয়ার আহমদ জুয়েল, নিজাম বক্্র, রমজান আলী, শামীম আহমদ, জুয়েল মিয়া, হাফিজুর রহমান, সোহান, রাব্বী, উজ্জল। শাহজালাল ক্রিকেট ক্লাবের আব্দুর রকিব, শাহরিয়ার আহমদ পায়েল, খয়ের, মামুন, হৃদয়, আমজদ, শাহজাহান, তানভীর, মাহি, তুহিন, বাবু। খেলা পরিচালনায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন সুবির ও হৃদয়। স্কোর বোর্ডে ছিলেন রুনেল, ধারা ভাষ্যকারের দায়িত্বে ছিলেন জাবেদ।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com