জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
পৃথিবীতে কতই না আজব প্রাণীর বসবাস। তার কতটুকুই বা আমরা জানি আর চিনি। যখনই নতুন কিছু দেখি তা নিয়ে আমাদের মধ্যে কাজ করে রহস্য ও আকর্ষণ; আর এসবের সমন্বয়ে গজায় গল্পের ডালপালা।
সম্প্রতি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে খবরের সঙ্গে দেয়া অদ্ভুত দর্শন প্রাণীটির ছবি। আর এ নিয়েই ঘটছে রহস্য।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিররে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ঘিরে ঘুরছে প্রাণীটির ছবি। এমনকি কয়েক জায়গায় প্রকাশ পেয়েছে এর ভিডিও। সেগুলোয় জানানো হয়েছে, মালয়েশিয়ায় নাকি সন্ধান মিলেছে এ অদ্ভুত প্রাণীর।
ছবিতে দেখা গেছে, প্রাণীটির শারীরিক গঠন অনেকটা বিড়ালের মতো। চারটে পা, একটি লেজও রয়েছে। আবার মুখটা মানব শিশুর মতো।
এখনও প্রাণীটির সত্যি অস্তিত্ব নিয়ে রয়েছে ধোঁয়াশা।
অনেকের মন্তব্য- নিছক ফোটোশপের কারসাজি। আবার যারা ভিডিও দেখেছেন, তারা পুরোপুরি অবিশ্বাসও করতে পারছেন না।
তবে মালয়েশিয়া পুলিশের দাবি, এ ছবি সত্যি নয়। ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি শুধু আলোড়ন তৈরির জন্যই একটু কারসাজি করে নেটদুনিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে।
Leave a Reply