জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মালয়েশিয়ায় বাংলাদেশি নারীসহ ৫ শতাধিক অবৈধ অভিবাসীদের আটক করেছে দেশটির পুলিশ।
রাজধানী কুয়ালালামপুরে কোতারায়া বাংলা মার্কেটে শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে জানা গেছে।
বেশ কিছুদিন ধরেই মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ।
এরই অংশ হিসেবে শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে কোতারায়া বাংলা মার্কেটে ইমিগ্রেশন, পুলিশ, রেলা ও ডিবি কেএল’র যৌথ অভিযানে এই অবৈধ অভিবাসীদের আটক করা হয়।
আটকদের মধ্যে কতজন নারী ও কতজন পুরুষ তা জানা যায়নি।
এ অভিযানে কোতারায়া বাংলা মার্কেটের ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে আতংক বিরাজ করছে।
Leave a Reply