জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: বাংলাদেশি নাগরিকদের পাচারের অভিযোগে ৬শ’ অফিসারকে বদলি করেছে মালয়েশিয়ার কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
আন্তর্জাতিক গণমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া দেশটির উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওই এয়ারপোর্টের ১৫০০ কর্মকর্তার মধ্যে ৪০ শতাংশকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তা মালয়েশিয়ার ইমিগ্রেশন নীতি লঙ্ঘন করে বাংলাদেশিদের অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করানোর কাজে জড়িত ছিলেন।
দেশটির বৈদেশিক শ্রমিক ও অবৈধ অভিবাসন বিভাগের কেবিনেট কমিটির সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এ সিদ্ধান্ত মালয়েশিয়ার অভিবাসন ভাবমূর্তিকে সমুন্নত করবে বলেও তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, তবে আমাদের এটা ভুললেও চলবে না যে, এখানে অনেক সৎ ও পরিশ্রমী ইমিগ্রেশন কর্মকর্তা রয়েছেন।
উপ-প্রধানমন্ত্রী আরো জানান, মানব পাচারের সমস্যা মোকাবেলায় তদন্তের স্বার্থে ২ জন ইমিগ্রেশন কর্মকর্তাসহ মোট ৫ জনকে গত বৃহস্পতিবার আটক করা হয়েছে। বাকি তিনজনের মধ্যে ২ জন বিদেশি নাগরিকও আছেন।
Leave a Reply