জগন্নাথপুর২৪ ডেস্ক::জাতীয় নির্বাচনে ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকার সময় মালয়েশিয়ায় দুইজনের মৃত্যু হয়েছ।
স্থানীয় সময় বুধবার সকালে দেশটির ২২২ আসনে ভোট শুরু হওয়ার পর এ ঘটনা ঘটে বলে স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়।
এ নির্বাচনে কিংবদন্তিপ্রতিম নেতা মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তারই এক সময়ের শিষ্য বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে লড়াই করছেন।
ভোটের বাক্সে দুইজনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই ধারণা করা হচ্ছে। শুধু মালয়েশিয়ায়ই নয়, গুরু-শিষ্যের এ লড়াই আলোচিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও।
স্টার অনলাইন বলছে, কুয়ালালামপুরের পেতালিং জায়ার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছিলেন ৭৮ বছর বয়সী লর ভুন চর।
সকাল সাড়ে ৯টার দিকে লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ পড়ে গিয়ে আহত হন তিনি। পরে পুলিশ খবর পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রায় একই সময়ে ভোট দিতে গিয়ে তেরেঙ্গানুর দাঙ্গানে মারা যান এক নারী।
স্থানীয় পুলিশ প্রধানের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে পড়ে যান ৫০ বছর বয়সী ওই নারী। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
সকাল ৮টায় শুরু হওয়া এ নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ধারণা করা হচ্ছে, রাতের মধ্যে নির্বাচনের ফল পাওয়া যাবে।
Leave a Reply