Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মার্চে হচ্ছে না ইউপি নির্বাচন

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চূড়ান্ত ভোটার তালিকা অপ্রস্তুতসহ নানা কারণে ২১ মার্চের মধ্যে সাড়ে ৭০০ ইউপির ভোটগ্রহণ করছে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘নানান কারণে মার্চে ভোট করা সম্ভব হচ্ছে না। কেননা ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা। ফলে পুরাতন ভোটার তালিকা দিয়ে ভোট করলে জটিলতা হতে পারে। ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কারণে স্কুল কলেজ ফাঁকা নাও পাওয়া যেতে পারে।’

ইসির ঊধ্বর্তন এক কর্মকর্তা বলেন, ‘কমিশন থেকে চূড়ান্ত ভোটার তালিকা হওয়ার পর প্রথমধাপের ভোটের জন্য সিডি প্রস্তুত করার জন্য বলা হয়েছে। ২ মার্চের পর ভোটার তালিকার সিডি প্রস্তুত করেই প্রথম সপ্তাহে প্রথমধাপের তপসিল ঘোষণা করা হতে পারে। আর ভোট হতে পারে রমজানের (১৪ এপ্রিল) আগেই। পরবর্তী ধাপগুলোর ভোট হবে রমজানের পর।’

ইসি সূত্র জানিয়েছে, ৪ হাজার ৫৭১টি ইউপির মধ্যে ৪ হাজার ১০০ মতো ইউপিতে ভোট হবে। আর ২০০ ইউপিতে মামলা জটিলতার কারণে ভোট হবে না। এছাড়া গতবারের মতো আসন্ন ইউপির ভোটগ্রহণ হবে দলীয় প্রতীকে।

Exit mobile version