জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেছেন, ‘নেত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। নেত্রী চান স্বাধীনতার মাস মার্চের যেন ছাত্রলীগের সম্মেলন হয়।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শেখ হাসিনার সাহসিকতা থেকে ছাত্রলীগকে শিক্ষা নিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে আওয়ামী লীগের বদনাম হয়।’
ছাত্রলীগকে উদ্দেশ্যে করে আওয়ামী লীগ নেতা বলেন, “তোমরা শিগগিরই কার্যনির্বাহী সভা ডেকে সম্মেলনের তারিখ নির্দিষ্ট করো। আমরা তো তোমাদের সম্মেলনের তারিখ ঠিক করে দিতে পারি না। তোমরাই তোমাদের তারিখ ঠিক করো। তোমরা যদি দেরি করো তাহলে আওয়ামী লীগে তোমরা জুনিয়র হয়ে পড়বা। আমরা চাই আওয়ামী লীগে তরুণ নেতৃত্ব আসুক।”
ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বের প্রশংসাও করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
“কিছু কিছু নেগেটিভ দিক থাকতে পারে, তবে তাদের অর্জন অনেক।”
সমাবেশে আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন প্রমুখ।