জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সম্প্রতি যুক্তরাষ্ট্রের পতাকায় দাঁড়িয়ে প্রস্রাব করার ভিডিও অনলাইনে শেয়ার করেন এমিলি ল্যান্স নামের এক তরুণী। এরপর থেকে তাকে অনলাইনে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়া হচ্ছে।
এ ঘটনায় ওই তরুণী তার পরিবারের সদস্যদের অহেতুক টার্গেট না করার আহ্বান জানিয়েছেন। খবর বিবিসির।
স্বাধীনতা দিবস উদযাপনের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের পতাকায় প্রস্রাব করার ভিডিও শেয়ার করেন এমিলি ল্যান্স।
তার ফেসবুক অ্যাকাউন্ট বর্তমানে এক্টিভ না থাকলেও আগের এক ফেসবুক পোস্টে এমিলি দাবি করেন দুষ্কৃতকারীরা তার বাবা এবং তার কর্মস্থল টার্গেট করেছে।
তবে বাক স্বাধীনতা আইনের কারণে মার্কিন পতাকা অবমাননা কোনো অন্যায় কাজ নয়।
এদিকে নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এমিলি বাথরুমের কমোডে মার্কিন পতাকা বিছিয়ে তার উপর প্রস্রাব করছেন। দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য তিনি নারীদের জন্য তৈরি বিশেষ এক ডিভাইস ব্যবহার করেন।
এসময় তিনি মার্কিন রাষ্ট্র, জাতীয়তাবাদ ও তার পতাকাকে উদ্দেশ্য করে গালাগাল করেন।
Leave a Reply