জগন্নাথপুর২৪ ডেস্ক::
ইয়েমেনের তেলসমৃদ্ধ মারিব প্রদেশে গুপ্তচরবৃত্তি চালানোর অভিযোগে মার্কিন নির্মিত স্ক্যানঈগল নামে একটি ড্রোন ভূপাতিত করেছে হুতি বিদ্রোহীরা। দেশটির হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের হয়ে কাজ করা এই ড্রোনটি ধ্বংস করে।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এই তথ্য জানান।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার সকালের দিকে ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনটি ভূপাতিত করে।
সে সময় ড্রোনটি মারিব প্রদেশের আল-জুবাহ এলাকায় গুপ্তচরবৃত্তি চালাচ্ছিল। জেনারেল সারিয়ি তার নিজের টুইটার পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরও বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী খুব শিগগিরি ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করবে। উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর ইয়েমেনের সেনারা মারিব প্রদেশ থেকে সৌদি জোটের আরও একটি স্ক্যানঈগল ড্রোন ভূপাতিত করেছিল।