Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মার্কিন নির্বাচন/ গাজায় শান্তি ফেরাতে কমলার প্রতিশ্রুতি, ট্রাম্পের ভাষা আরও কঠোর

জগন্নাথপুর২৪ ডেস্ক::

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার-প্রচারণা চূড়ান্ত রূপ নিচ্ছে। ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার প্রচারে গাজা যুদ্ধের কারণে ক্ষুব্ধ লোকজনকে শান্তি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের গুলি করা হলে তিনি কিছু মনে করবেন না বলে বাক্যবাণ চালিয়েই যাচ্ছেন।

২০২৪ সালের নির্বাচন হতে যাচ্ছে মার্কিন ইতিহাসের সবচেয়ে জমজমাট। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় দুই প্রার্থীর অবস্থান সমানে সমান। এ পর্যন্ত ৭ কোটি ৭৬ লাখ ভোটার তাদের আগাম ভোট প্রদান করেছেন, যা ২০২০ সালের মোট ভোটের প্রায় অর্ধেক।

আগামীকালের (৫ নভেম্বর) ভোটগ্রহণ সামনে রেখে দুই প্রার্থীই এখন ভোটারদের মন জয় করতে দোদুল্যমান অঙ্গরাজ্য বা সুইং স্টেটগুলোয় ঝটিকা সফরে রয়েছেন। পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে তিনি ‘ভূমিধস বিজয়ের’ দিকে এগিয়ে চলেছেন। অন্যদিকে মিশিগানে কমলা হ্যারিস বলেন, ‘আমরা গতি ধরতে পেরেছি, ফলাফল আমাদের পক্ষেই আছে।

মিশিগানে ৬০ বছর বয়সি কমলা হ্যারিস সেখানকার প্রায় ২ লাখ আরব-আমেরিকান ভোটারের সমর্থন হারানোর ঝুঁকির মধ্যেই নির্বাচনী প্রচার চালান। গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানকার সমাবেশে আরব-আমেরিকান নেতাদের উপস্থিতির কথা মাথায় রেখে কমলা বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি গাজা যুদ্ধের সমাপ্তি টানতে সবকিছু করব। আমি বলতে চাই এ বছরটা খুবই কঠিন। গাজায় মৃত্যু ও ধ্বংসের যে চিত্র এবং লেবাননে বেসামরিক লোকজন হতাহতের সংখ্যা ও বাস্তুচ্যুতি যে পরিমাণ তা নিঃসন্দেহে ভয়াবহ।’

তবে সমাবেশে কমলার পরের কথাগুলো ছিল মানুষকে ভোট দিতে ঘর থেকে বের হতে ও ভোটকেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে। তিনি বলেন, ‘কাজটি শেষ করতে আমাদের হাতে আর মাত্র দুই দিন আছে। তাই আগামী দুটি দিন আমরা এমনভাবে কাটাই যেন আমাদের কোনো অনুশোচনা না হয়।’

অন্যদিকে ৭৮ বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প আবারও ইঙ্গিত দেন যে তিনি পরাজয় মেনে নেবেন না। কথা প্রসঙ্গে এও বলেন, কোনো সাংবাদিক যদি গুলিবিদ্ধ হন তবে তার কিছু যাবে আসবে না। ডেমোক্র্যাটদের পিশাচ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, যদি তার সমর্থকরা ভোট দিতে না যায় তবে তারা হবে সবচেয়ে বড় বোকা।

কিনস্টনে আরেক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মঙ্গলবার আমরা ভূমিধস বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছি এবং এটা হবে যেকোনো সময়ের চেয়ে বিশাল ব্যবধানের।’

সৌজন্যে প্রতিদিনের বাংলাদেশ

 

 

Exit mobile version