1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মার্কিন নির্বাচনে দুই মুসলিম নারীর বাজিমাত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

মার্কিন নির্বাচনে দুই মুসলিম নারীর বাজিমাত

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মার্কিন নির্বাচনে আবার খেল দেখিয়েছেন দুই মুসলিম নারী। হাউস অব রিপ্রেজেন্টেটিভে আবারও নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির ইলহান ওমর ও রাশিদা তালিব।

 

 

বুধবার (০৬ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারী রাশিদা তালিব এবং ইলহান ওমর মার্কিন প্রতিনিধি পরিষদে পুনরায় নির্বাচিত হয়েছেন।

 

 

মার্কিন কংগ্রেসে ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রথম মহিলাও হলেন তালিব। মঙ্গলবার ডিয়ারবর্নের বৃহৎ আরব-আমেরিকান সম্প্রদায়ের সমর্থনে মিশিগানের প্রতিনিধি হিসেবে চতুর্থ মেয়াদে পুনরায় নির্বাচিত হয়েছেন তিনি।

 

 

অন্যদিকে ইলহান ওমর, শরণার্থী এবং সোমালি-আমেরিকান। তিনি মিনেসোটাতে তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। এ আসনটি দৃঢ় গণতান্ত্রিক ধারায় ৫ জেলার প্রতিনিধিত্ব করে। এরমধ্যে মিনিয়াপোলিস এবং বেশ কয়েকটি শহরতলির অন্তর্ভুক্ত রয়েছে।

 

 

গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি মার্কিন সামরিক সহায়তার একজন শীর্ষস্থানীয় সমালোচক তালিব। তিনি প্রাথমিক পর্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে ছিলেন। এরপর রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে ডিয়ারবর্ন এবং ডেট্রয়েটের প্রতিনিধিত্ব করতে পরাজিত করেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইলহান তার নির্বাচনী প্রচারণায় কঠোর পরিশ্রমের জন্য তার সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আমরা এক লাখ ১৭ হাজার ৭১৬ দরজায় কড়া নেড়েছি। আমরা এক লাখ আট হাজার ২২৬টি কল করেছি এবং এক লাখ ৪৭ হাজার ৩২৩টি ম্যাসেজ পাঠিয়েছি। একটি সুন্দর ভবিষ্যতের জন্য এটি আমাদের সবার জয়।

সৌজন্যে কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com