হাবিবুর রহমান হাবিব যুক্তরাষ্ট থেকে- মার্কিন অর্থনীতির চাকা ১ বছর ধরে ফের কিছুটা সচল হতে শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসে ২ লাখ ৯৫ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। দেশটিতে বেকারত্বের হার ৫ দশমিক ৭ শতাংশ থেকে দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে সাড়ে ৫ শতাংশে। যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। গত ১২ মাস ধরে প্রতি মাসে অব্যাহতভাবে ২ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ১৯৯৪ সালের পর একটানা এতো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ঘটনা এই প্রথম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টির ফলে ডলারের মানও বেড়েছে। এ বছরের জুন মাসে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করছেন মার্কিন বাজার-বিশ্লেষকরা। এদিকে মার্কিন শ্রম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, নির্মাণ শিল্প, স্বাস্থ্য খাত ও পরিবহন খাতে বহু নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। খাদ্য ও পানীয় বিক্রয়কন্দ্রসমূহ, পেশাগত ও বাণিজ্য সেবাখাত এবং গুদামজাতকরণ খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে গত এক মাসেরও বেশি সময় ধরে খনি শিল্পে তেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না। এদিকে গত জানুয়ারিতে ২ লাখ ৫৭ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হলেও, তা পুনরায় হিসাবের পর ২ লাখ ৩৯ হাজার কর্মসংস্থানের খবর নিশ্চিত করেছে মার্কিন শ্রম মন্ত্রণালয়।