স্টাফ রিপোর্টার::
ব্যবসার কাজে ঢাকায় গিয়ে এক সড়ক দুর্ঘটনায় হারালেন সুনামগঞ্জের জগন্নাথপুরের যুক্তরাজ্য প্রবাসী নুর আলী (৪২)।
রাজধানীর একটি হাসপাতালে ৯দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ওই প্রবাসী জগন্নাথপুর পৌরসভার হবিবপুর আশিঘর এলাকার মৃত হাজী তৈয়ব আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ)বেলা আড়াইটায় গ্রামের মাদসারা মাঠে তাঁর জানাজা নামাজ শেষে পারাবারির কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, মা সহ স্বজনদের সঙ্গে ঈদ করতে
দুই সপ্তাহ আগে স্ত্রী সন্তান দিয়ে যুক্তরাজ্য থেকে গ্রামের বাড়িতে ফিরেন প্রবাসী নুর আলী।
গত ৪ মার্চ ব্যবসার কাজে ঢাকায় যান তিনি। ওই দিন রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি। বুধবার রাতে তাঁর লাশ গ্রামের বাড়িতে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
প্রবাসী নুর আলীর চাচাতো ভাই বিলাল হোসেন, তিনি প্রবাসী হলেও দেশে তাঁর বিভিন্ন ব্যবসা রয়েছে। মা ও স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য দেশে এসেছিলেন।একটি কোম্পানির সঙ্গে ব্যবসার কাজে ঢাকায় গিয়েছিলেন।
সেখানে বাসের ধাক্কায় গুরুত্ব হন।পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনি জানান, মৃত্যু তিনি মা, স্ত্রী ৩ ছেলে ২ মেয়ে ও এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ জানাজা শেষে পাবাবারিক কবরস্থানে দাফন হয়েছে তাঁকে।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট জিয়াউর রহীম শাহীন বলেন, খুবই ভালো একজন মানুষ ছিলেন নুর আলী।
তাঁর মৃত্যুতে এলাকায় মানুষ শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি।