Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

আ.লীগের কাঁটা দলের স্বতন্ত্র প্রার্থী

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা প্রকাশ্যে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবারও নৌকা প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে রয়েছেন। তবে তাঁকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলেছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী।
১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে দুই প্রার্থীর অনুসারীরা প্রচারণায় ভোটের মাঠ গরম করছেন। দুই প্রার্থীর নেতা-কর্মীরা প্রচারে নেমে একে অন্যের সম্পর্কে বিষোদগার করছেন। যে কারণে এই নির্বাচনী এলাকায় দুই প্রার্থী সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ছে।

দলীয় কোন্দলের কারণে ৩০ বছরেরও বেশি সময় ধরে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি পালন করতে পারছে না ছাতক ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ। দুই উপজেলায় দলের পৃথক
কমিটি দু’পক্ষের। স্থানীয় নির্বাচনেও এই দুই গ্রুপের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে দীর্ঘদিন ধরে। উভয় পক্ষের মধ্যে হামলা, সংঘর্ষ হয়েছে একাধিকবার। অনেক ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও হয়েছে।

ছাতক উপজেলার একটি পৌরসভা ও ১৩ ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিরাও দু’পক্ষে বিভক্ত থাকেন প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে। খোঁজ নিয়ে জানা গেছে, ছাতকে আওয়ামী লীগের নির্বাচিত ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে মানিকের পক্ষে রয়েছেন ৮ জন এবং শামীমের পক্ষে ৩ জন। ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান আছেন মুহিবুর রহমান মানিকের পক্ষে। তবে শামীম আহমদ চৌধুরীর পক্ষে বড় ভাই ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এমপি মানিকের বোনজামাই অলিউর রহমান চৌধুরী বকুল ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আওলাদ আলী রেজাসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতা প্রকাশ্যে  প্রচারণায় রয়েছেন। একই অবস্থা দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগেও। এ উপজেলায় দলের ৭ চেয়ারম্যানের মধ্যে ৪ জন মানিকের পক্ষে এবং ৩ জন শামীমের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন।

স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরীর সমর্থক দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক (একাংশ) শামীমুল ইসলাম শামীমের ভাষ্য, নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যারা প্রকাশ্যে মুহিবুর রহমান মানিকের পক্ষে আছে, তারাও ভেতরে ভেতরে শামীম চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখছে। সুষ্ঠু ভোট হলে শামীম চৌধুরীই জয়ী হবেন।
অপরদিকে এমপি মানিকের সমর্থক ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফজলুর রহমান বলেন, দলের তৃণমূলের কর্মীরাই মানিকের শক্তি। না হলে, বারবার তিনি (মানিক) জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতেন না। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে নৌকার জয় হবে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরী বলেছেন, মুহিবুর রহমান মানিক যতবারই এমপি হয়েছেন, তাঁর কাঁধে
ভর দিয়ে নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে তিনি পক্ষে না থাকলে তাঁর (মানিক) পরাজয় হতো। এবার তিনি শেখ হাসিনার নির্দেশে ভোটে এসেছেন। প্রশাসন এখনও নিরপেক্ষ আছে। এভাবে থাকলে জয় তাঁরই হবে।
নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক বলেন, একটি বৃহৎ দলের সঙ্গে শামীম আহমদ চৌধুরী লড়ছেন। এটা দলের সঙ্গে ব্যক্তির লড়াই। এর আগে ১৯৯১, ’৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে তিনি নৌকার প্রার্থীর বিরোধিতা করেছেন। দলের তৃণমূলের কর্মীরা ভোটের মাধ্যমে এর জবাব দেবে।

 

 

Exit mobile version