জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যােগে আন্ত:ইউনিয়ন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচচলাকালে স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের মোবাইলফোনে কলের মাধ্যম টুর্নামেন্টের আয়োজক ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মাদক নির্মুলে সরকার কাজ করছে। যার ধারাবাহিকতায় জগন্নাথপুর উপজেলা কে মাদক মুক্ত করা হবে। এজন্যেই পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
জগন্নাথপুর পৌরশহরের হারুনুর রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে ফাইনাল খেলায় জগন্নাথপুর পৌরসভা একাদশ এবং কলকলিয়া ইউনিয়ন একাদশ অংশ নেয়।
খেলায় শেষ মুহুর্তে বিদেশী খেলোয়ার সায়মন
রাসেলের দেয়া জোড়া গোলে কলকলিয়া ইউনিয়ন কে হারিয়ে জগন্নাথপুর পৌরসভা চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আকমল হোসেন ভুইয়ার এবং উপজেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জুয়েল হোসেনের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাসিম,পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক প্রমুখ।
পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। এর পূর্বে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার উপজেলা যুবলীগের সহসভাপতি মাহবুবুর রহমান ভুইয়া অতিথির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
এসময় যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আব্দুস শহিদ, সাবেক নাট্য অভিনেতা দিলদার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সোহেল আহমদ, জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন,কাউন্সিলর দেলোয়ার হোসাইন, গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবের সেক্রেটারি ফিরোজ আলী,উপজেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি সুহিন আহমদ দুদু, সহসভাপতি শায়েখ আহমদ, শামিনুরসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply