স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকার ভবেরবাজারে মাদকসেবীদের গ্রেফতার ও মাদক বিক্রি বন্ধের দাবিতে এলাকার তরুণরা বৃহস্পতিবার বিকেলে এক মানববন্ধন ও প্রতিবাদসভার আয়োজন করে। ভবেরবাজার সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হাসান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সোহাগ উদ্দিন, হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আলীনুর রহমান, যুগ্ম-সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমদ, সহ-সম্পাদক সায়মন করিম, কোষাধ্যক্ষ রেজুয়ান আহমদ, সহ-কোষাধ্যক্ষ জাবের আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মামুন আহমদ শেলু, সহ-সম্পাদক মুরাদ আহমদ, সদস্য সুহেল হোসেন, মাহমুদুল করিম, ফুজেল আহমদ, লিপন আহমদ, মোহাম্মদ আলী, রাশেদ আহমদ, আরশ আলী, শরীফ খান, রুবেল আহমদ, রাজু রহমান প্রমূখ।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় ইসহাকপুর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আব্দুল হাই,শাসনহবি গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে হেলাল আহমদ, ও একই গ্রামের মৃত জিতেন্দ্র পালের ছেলে ভানু পাল দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা করে আসছে। তাদের কারণে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তারা এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।
Leave a Reply