জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মাত্র ৮ জন ব্যক্তি পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক । এই সম্পদের মালিকদের মধ্যে মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গও রয়েছেন। অক্সফামের নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সম্পদের দিক থেকে এবারও সবার উপরে আছেন বিল গেটস। ওয়ারেন বাফেট রয়েছেন তৃতীয় অবস্থানে এবং মার্ক জাকারবার্গ রয়েছেন ষষ্ঠ স্থানে।
এর মধ্যে বিল গেটসের অর্থ ৭৫ বিলিয়ন ইউএস ডলার, এমানসিও ওর্তেগা ৬৭ বিলিয়ন ইউএস ডলার, ওয়ারেন বাফেটের ৬০ দশমিক ৮ বিলিয়ন ইউএস ডলার, কার্লোস স্লিম হেলুর ৫০ বিলিয়ন ইউএস ডরার, জেফ বেজোসের ৪৫ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, মার্ক জাকারবার্গের ৪৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার, ল্যারি অ্যালিসনের ৪৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার এবং মাইকেল ব্লুমবার্গের ৪০ বিলিয়ন মার্কিন ডলার।
‘অ্যান ইকোনমি ফর দ্য ৯৯ পারসেন্ট’ শিরোনামে অক্সফামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দরিদ্রতম ১০ ভাগ মানুষের আয় বেড়েছে বছরে তিন ডলারের কম। সেই জায়গায় ধনীতম ১ ভাগ ব্যক্তির সম্পদ বেড়েছে ১৮২ গুণ!
অক্সফামের অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী ড. হেলেন জোক বলেন, বৈশ্বিক সম্পত্তির বিষয়ে আগে তাঁরা যে ধারণা করেছিল অবস্থা তার চেয়েও খারাপ। তাই এখন ব্যবসায়ীদের অনেক কিছুই করার সময় এসেছে।
বিশ্ব অর্থনীতি ফোরামের কার্যনির্বাহী চেয়ারম্যান লাউস শোয়াব বলেন, এটা একই বিষয় যা ফোরামে ২০ বছর আগে আলোচিত হয়েছে। তাই একজন নেতা হিসেবে তাদের সারা দেওয়া উচিত।