জগন্নাথপুর২৪ ডেস্ক::
করোনা ভাইরাসের প্রকোপে দর্শকশূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছিল ক্রিকেট ম্যাচ। তবে মাঠে প্রাণ ফেরাতে এরই মধ্যে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে দর্শক ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন দর্শকরা। চট্টগ্রামে প্রথম টেস্টে ছিল দর্শক উন্মাদনা। তারই ধারাবাহিকতায় মিরপুরে আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও মাঠ মাতাবেন তারা।
আজ শুক্রবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সর্বনিম্ন ৫০ টাকায় সরাসরি উপভোগ করা যাবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। টি-টোয়েন্টির মতো ঢাকায় ৫ ক্যাটাগরিতে বিক্রি করা হচ্ছে টিকিট। টিকিটের মূল্য সর্বনিম্ন ৫০ টাকা ও সর্বোচ্চ ৫০০ টাকা।
ঢাকা টেস্টে জন্য গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকিট ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। টিকিট বুথ খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে টিকিট পাওয়ার জন্য বিশেষ শর্ত বেঁধে দিয়েছে বিসিবি। যারা করোনা ভাইরাসের (কোভিড-১৯) ডাবল ডোজ টিকা নিয়েছেন, তারাই কেবল মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। মাঠে প্রবেশের সময় টিকা সার্টিফিকেট দেখাতে হবে। তবে ১৮ বছরের কম বয়সীদের টিকার সার্টিফিকেট লাগবে না।