1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মাতৃভূমির প্রতি মুমিনের ভালোবাসা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
তাবলিগ জামাতের দুপক্ষকেই বিশেষ নির্দেশ দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছে: রিজভী জগন্নাথপুর চ্যারিটি সংস্থার আয়োজনে এ ভিজিট টু নেচার অনুষ্ঠিত সচিবালয়ে আগুনের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের হুঁশিয়ারি সচিবালয়ে আগুন/ ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে মানুষের ব্যক্তিত্ববোধ যেভাবে বিনষ্ট হয় শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি:উপদেষ্টা আসিফ মাহমুদ “ নির্বাচন বিলম্বের গোপন উদ্দেশ্য থাকলে পরিণাম হবে ভয়াবহ” কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা কমিটির সভায় দাবি কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত

মাতৃভূমির প্রতি মুমিনের ভালোবাসা

  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮১ Time View

মা, মাতৃভূমি এবং মাতৃভাষা—এ তিনটি জিনিস মানুষের সবচেয়ে প্রিয়। মাতৃভূমির প্রতি টান মানুষের সহজাত প্রবৃত্তি। জীবন-জীবিকার প্রয়োজনে, কর্তব্যের টানে মানুষ বিদেশে থাকলেও জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলে থাকতে পারে না। এই ভালোবাসা ও মমত্ববোধকে বলা হয় দেশপ্রেম। যেকোনো দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে দেশপ্রেমের বিকল্প নেই।
পবিত্র কোরআনের একাধিক আয়াতে দেশের প্রতি ভালোবাসা অনুপ্রাণিত করা হয়েছে। যদিও স্পষ্টভাবে কোথাও এর উল্লেখ নেই কিন্তু এর ইঙ্গিত রয়েছে একাধিক আয়াতে। জন্মভূমি মক্কার প্রতি মহানবী (সা.)-এর অপরিসীম ভালোবাসার কথা সবারই জানা। মক্কার লোকদের চরম নিষ্ঠুরতায় একসময় তিনি প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন। তখন পবিত্র মদিনার উদ্দেশে রওয়ানা হয়ে প্রিয় মাতৃভূমির দিকে ফিরে তাকিয়ে বলেছিলেন, ‘কত উত্তম ভূখণ্ড তুমি! আমার কত প্রিয়! আমার স্বজাতি যদি আমাকে তোমার কাছ থেকে বের করে না দিত, তবে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতাম না।’ (তিরমিজি: ৩৯২৬)

হিজরতের পর মহানবী (সা.) মদিনাকে আপন করে নিলেও মক্কার কথা ভুলতে পারেননি। মক্কায় ফিরে যাওয়ার জন্য হৃদয় সব সময় ব্যাকুল থাকত তাঁর। এ কারণে আল্লাহ তাআলা তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘যিনি তোমার জন্য কোরআনকে জীবনবিধান বানিয়েছেন, তিনি অবশ্যই তোমাকে তোমার প্রিয়ভূমিতে ফিরিয়ে আনবেন।’ (সুরা কাসাস: ৮৫)

দেশের প্রতি ভালোবাসা মানুষের ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত করে এবং পারস্পরিক সদাচরণ শেখায়। দেশাত্মবোধ অন্যায় ও অপরাধপ্রবণতা থেকে মানুষকে বিরত রাখতে পারে। তাই দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে হলে অবশ্যই দেশপ্রেমকে সদা জাগ্রত রাখতে হবে।

সৌজন্যে আজকের পত্রিকা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com