Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মাগুরায় শিশু ধর্ষণের বিচার আশা করছি, ৭ দিনের মধ্যে শুরু হতে পারে:আইন উপদেষ্টা

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাগুরায় শিশু ধর্ষণের বিচার আগামী সাত দিনের মধ্যে শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘সাত দিনের মধ্যে বিচার শুরুর আশা করছি। আমি বিচারের স্বাধীনতার কথা বলছি। আমি বলেছি অতীতে নজির আছে ৭-৮ দিনের মধ্যে বিচার কাজ শুরু হওয়ার। ৭-৮ দিনের মধ্যে রায় হয়েছে, অতীতে এমন নজির আছে ফলে আমরা আশাবাদী।’

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, ‘অতীতে নজির আছে ৭ থেকে ৮ দিনের মধ্যে বিচার কাজ শুরুর। সব বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে হয়। এখানে যে বর্বরতা, যে নির্মমতা, যে পাশবিকতা হয়েছে, এটা শুধু এই বিচার না এটা হচ্ছে যারা ভিকটিম হবে, যারা অতীতে ভিকটিম হয়েছে, তাদের সবার জন্য এটা একটা মেসেজ হবে।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘এটা শুধু এই মেয়েটির বিরুদ্ধে অপরাধ না, এটা হচ্ছে আমাদের সমস্ত কালেকটিভ যে মনোজগত আছে, যে কালেকটিভ কালচার আছে, আমাদের যে একটা আত্মমর্যাদা বোধ আছে, এটার প্রতি অপরাধ। এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। রাষ্ট্র এগুলো কোনোভাবেই ক্ষমা করবে না।’

ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটি আজ বৃহস্পতিবার মারা গেছে। দুপুর ১টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

সুত্র সমকাল

 

Exit mobile version