আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:- যুক্তরাজ্য আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব লন্ডনের আমানা ব্যাংকুটিং হলে অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি বর্ষিয়ান নেতা সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মারুফ আহমদ চৌধুরীর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমা আক্তার এমপি, এডভোকেট উম্মে রাজিয়া কাজল এমপি, এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি, এডভোকেট নাভানা আক্তার এমপি, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক রাশেক আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধ মুক্ত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা আপোষহীন ভাবে নিজের জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। তাই মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন খান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি জালাল উদ্দিন, অধ্যাপক আবুল হাসেম, শামসুদ্দিন আহমদ মাষ্টার, যুগ্ম সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, আবদুল আহাদ চৌধুরী, আনছারুল হক, রবীন পাল, সারব আলী, আ স ম মিসবাহ, সৈয়দ ছুরুক মিয়া, লন্ডন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, ময়নুল হক, আবদুল হেলাল চৌধুরী সেলিম, সায়েক আহমদ, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ খান তৌহিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,শ্রমিকলীগের আহবায়ক শামীম আহমদ, সদস্য সচিব এম ইকবাল হোসেন, যুক্তরাজ্য মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি আন্জুম আরা অন্জু, হোসনে আরা মতিন, সাধারণ সম্পাদক মুসলিমা শামস বন্নি, যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা পলিন, সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধা, যুক্তরাজ্য আওয়ামী তরুণলীগের সভাপতি জুবায়ের আহমদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সহ সভাপতি সারোয়ার কবির, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম জামাল প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাজ্য যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধা। বিলেতের স্বনামধন্য অনেক শিল্পীরা এতে গান পরিবেশন করেন।