1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
মমিনুল মউজদীনের কবরের পাশেই শায়িত হলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামরান আলী - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

মমিনুল মউজদীনের কবরের পাশেই শায়িত হলেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামরান আলী

  • Update Time : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫
  • ৩৮২ Time View

সুনামগঞ্জ থেকে আল-হেলাল : সুনামগঞ্জ পৌরসভার অকাল প্রয়াত পৌর চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদীনের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন একই পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৪ বারের নির্বাচিত পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা সামরান আলী (৭০)। শনিবার বাদ জোহর লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে নামাজে জানাযা শেষে তাকে লক্ষনশ্রী (গাজীর দরগাহ) কবরস্থানে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাযায় সুনামগঞ্জ ৪ নির্বাচনী এলাকা বিশ্বম্ভরপুর ও সদর আসনের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। মরহুমের নামাজে জানাযা পরিচালনা করেন দেশের বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব দরগাহপুরী। উল্লেখ্য জনাব সামরান আলী শুক্রবার বিকেল ৫টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারনে শহরের উত্তর আরপিননগরস্থ বাসভবনে ইন্তেকাল করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ব্যাধিতে ভূগছিলেন। মৃত্যূকালে তিনি স্ত্রী ৫ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনের প্রিয় ব্যাক্তিত্ব সৎ বিচক্ষণ ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন প্রতিবাদী সাহসী মানুষ সামরান আলীর মৃত্যু সংবাদ শুনামাত্র শহরের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের লোকজন তার বাসভবনে ছুটে যান। জনাব সামরান আলী জীবদ্ধশায় শহরের তেঘরিয়া জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি,তাবলীগ জামাতের আমীর,বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,বিডিআরের নির্যাতন বিরোধী আন্দোলনের উদ্যোক্তা, ঘুষ দুর্নীতি প্রতিরোধ আন্দোলন,যাত্রী কল্যাণ সমিতি, ন্যাপ ও আওয়ামীলীগসহ বিভিন্ন সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সাবেক চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদীনের প্রধান রাজনৈতিক উপদেষ্টা ছাড়াও তার অবর্তমানে একাধিকবার ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যানের দায়িত্ব অত্যন্ত সততার সাথে পালন করেন। পৌর পরিষদে দায়িত্ব পালনকালে চেয়ারম্যান ও কমিশনারদের মধ্যে আন্তরিক ঐক্য ও সম্প্রীতি স্থাপনের মূল কারিঘর হিসেবে কাজ করতেন তিনি। তার মৃত্যু সংবাদে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন,আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত এমপি,সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী এমপি,সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল হুদা মুকুট,জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়্যুব বখত জগলুল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপল, মেয়র পদপ্রার্থী দেওয়ান গনিউল সালাদিন,অধ্যক্ষ সাংবাদিক শেরগুল আহমেদ,সাবেক কাউন্সিলর শামীম চৌধুরী সামু ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী লতিফুর রহমান রাজুসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবর্গ। তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জনাব সামরান আলীর আকস্মিক মৃত্যু সংবাদে তার বাসভবনে ছুটে যান মেয়র পদপ্রার্থী দেওয়ান গনিউল সালাদীন। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন,জনাব সামরান আলী সাহেব শুধু যে আমাদের প্রতিবেশী স্বজন ও আপনজন ছিলেন তাই নয় আমার বাবার সাথে তিনি ন্যাপের রাজনীতি করতেন। আমরা হাছন পরিবারের সকল ছোট ভাইরা তাঁকে মায়ের পেটের বড় ভাইর মতোই শ্রদ্ধা করতাম। সুদিনে দূর্দিনে সবসময়ই তিনি ছিলেন আমাদের পরিবারের একজন সফল অভিভাবক। মউজদীন ভাইয়ের মৃত্যুর পর সামরান ভাইছাবের মৃত্যুতে আমরা যেমন আজ অভিভাবকহারা হয়েছি তেমনি সুনামগঞ্জ পৌরবাসী তাঁকে হারিয়ে বন্ধুহারা হয়েছেন। তিনি ছিলেন একজন মডেল জনপ্রতিনিধি। তার শূন্যতা কখনও পূরন হবার নয়। জনাব সামরান আলীর ভাগ্নে মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শেরগুল আহমেদ তার প্রতিক্রিয়ায় বলেন,শুধু নিবেদিত জনপ্রতিনিধি হিসেবেই নয় সারা পৌরবাসীর প্রানের মানুষ ছিলেন মামা সামরান আলী সাহেব। সামাজিক আচার বিচার ও সালিশে মজলুম মানুষকে ইনসাফ পাইয়ে দেয়াসহ সমাজ উন্নয়নমূলক সকল কর্মকান্ডে তাঁর অগ্রনী ভূমিকা আমাদেরকে উৎসাহিতো করতো। সাবেক চেয়ারম্যান মমিনুল মউজদীনের সকল আন্দোলনের মূল চালিকাশক্তি ছিলেন তিনি। এরকম সাহসী একজন জনপ্রতিনিধি ও ন্যায় বিচারককে হারিয়ে শুধু আমাদের পরিবারেরই ক্ষতি হয়নি সুনামগঞ্জ পৌরবাসীও অনেক অপূরনীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন। জনাব সামরান আলী ১৯৪৬ সালের ১১ এপ্রিল সুনামগঞ্জ পৌরসভার আরপিননগর গ্রামে একটি ধর্মপ্রান স¤্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। ৭১ এর মুক্তিযুদ্ধের সুচনালগ্নে সুনামগঞ্জে পাক বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম ছাত্রজনতার প্রতিরোধ আন্দোলনে মনোয়ার বখত নেকসহ স্থানীয় অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে এই অকুতোভয় বীর সেনানীও ভূমিকা পালন করেন। একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা হওয়া স্বত্তেও দায়িত্বশীলরা তার নামটি মুক্তিযোদ্ধা তালিকাভূক্ত করেনি বলে অধিকার বঞ্চিত এই মানুষটি জীবদ্ধশায় তার আফসোসের কথা এ প্রতিনিধিকে ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com