জগন্নাথপুর২৪ ডেস্ক::
মোদির এক্সপায়ার ডেট পেরিয়ে গেছে।’ ভারতের কেন্দ্রীয় ক্ষমতায় থাকা বিজেপিকে বার্তা যা দেওয়ার দিয়েই দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচন সামনে রেখে গতকাল কলকাতায় মোদিবিরোধী মহাসমাবেশ হয়েছে। এ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেন। তিনি আরও বলেন, ‘কে প্রধানমন্ত্রী হবেন, ভাবার কোনো দরকার নেই। নির্বাচনের পর আমরা সবাই মিলে ঠিক করব- কে প্রধানমন্ত্রী হবেন।’ খবর এনডিটিভির।
এ বছর লোকসভা নির্বাচন কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে মহাজোট গঠনের কথা গত কয়েক মাস ধরেই ভাবছে দেশটির বিরোধী দলগুলো। কিন্তু এই ঐক্যজোটের নেতৃত্ব দেবেন কে, কে বা হবেন প্রধানমন্ত্রী- এসব নিয়ে দলগুলো এখনো স্পষ্ট কোনো অবস্থানে পৌঁছাতে পারেনি।
‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ কিংবা ‘দুই হাজার উনিশ, বিজেপি ফিনিশ’- এসব হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্লোগান। মমতা গত জুলাইয়ে বলেন, লোকসভায় পশ্চিমবঙ্গের যে ৪২ আসন রয়েছে, তার সবকটিতেই জয় পাবে তৃণমূল কংগ্রেস। তিনি আরও বলেন, বিজেপি লোকসভা নির্বাচনে সারাদেশে ১০০ আসনও পাবে না। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডসে গতকালের মহাসমাবেশে কয়েক লাখ মানুষ অংশ নেন। যোগ দেন অন্তত ১৫টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকর্মীরা। ছিলেন আন্দোলনকর্মী হার্দিক প্যাটেল, আরএলডিপ্রধান অজিত সিংহের ছেলে জয়ন্ত, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, ডিএমকেপ্রধান এমকে স্টালিন, ন্যাশনাল কনফারেন্সপ্রধান ফারুক আবদুল্লাহ, জাতীয়তাবাদী কংগ্রেস দলের প্রধান শারদ পাওয়ার, আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রমুখ।
Leave a Reply