স্টাফ রিপোর্টার::অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান আজ শুক্রবার সকাল ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ‘ঝিলমিল’ অডিটোরিয়ামের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিকাল ৩টায় দ. সুনামগঞ্জ উপজেলার বাংলা বাজার মাঠে বুরুমপুর, আমড়িয়া, বিরকলস, চৌকা গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও জনসভায় যোগদান এবং সন্ধায় দ. সুনামগঞ্জ উপজলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করবেন তিনি।