যুক্তরাজ্য প্রতিনিধি::যুক্তরাজ্যের সাউথ ওয়েষ্টে বসবাসকারী সুনামগঞ্জবাসীর আয়োজনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি মন্ত্রী এম এ মান্নান যুক্তরাজ্য সফরে গেলে প্রবীণ আওয়ামীলীগ ও কমিউনিটি নেতা গোলাম মোস্তফা এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মান্না রায় এর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ও স্বাগত বক্তব্য রাখেন- শায়েক আহমেদ। সভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুস শহীদ , ফারুক মিয়া , আনা মিয়া , এহিয়া মিয়া , অধ্যাপক মেহেদী চৌধুরী, সভায় আরো বক্তব্য রাখেন মাহমুদ আলী, মুহিত আফজল,সেলিম খান, সমুজ মিয়া , আব্দুল আহাদ , চেরাগ আলী , লতিফ আলী , নিহাদ খান, রেহান আহমেদ , শরীফ সুমন প্রমুখ। সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করতে কাজ করছে। দেশ এখন উন্নয়নের মহাসড়কে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিকল্প নেই।