স্টাফ রিপোর্টার:: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি আজ জগন্নাথপুর আসছেন। তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রযুক্তি মেলা-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে তিন দিনব্যাপী সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় কৃষি পন্যের বেশ কয়েকটি ষ্টল বসানো হয়েছে। এতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বণজ চারা থাকবে। মন্ত্রী এম এ মান্নান সকাল ১০টায় কৃষি প্রযুক্তি মেলার ষ্টল পরির্দশন ও কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে আয়োজিত আলোচনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সভায় সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। অনুষ্ঠান সঞ্চালনা করবেন উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জাম। এছাড়াও মন্ত্রী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
Leave a Reply