দৃশ্যপট : একটি সহযোগী জাতীয় দৈনিকে প্রকাশ, সিলেট সিভিল সার্জন কার্যালয় মসজিদের মুয়াজ্জিন মাওলানা সুলতান আহমদ গত ২০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে জোহরের আজানের পর অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান।
দুপুর দেড়টা পর্যন্ত করোনা সন্দেহে কোনো মানুষ তার সাহায্যে এগিয়ে আসেনি। পরবর্তীতে তিনি মহান আল্লাহর কাছে চলে যান এ নিষ্ঠুর জগতের মায়া ত্যাগ করে।
ওপরের ঘটনাটি কী প্রমাণ করে? আমরা মানুষ নামধারী মুসলমান! একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম। সহমর্মিতা ইসলামের একটি বড় গুণ। বর্তমানে সামাজিক দায়বদ্ধতা আগের মতো নেই।
ছোটবেলায় নব্বইয়ের দশকে দেখতাম বিটিভিতে একটি বিজ্ঞাপন প্রচারিত হতো। আধালিটার পানিতে একমুষ্টি গুড় আর এক চিমটি লবণ। তারপর নাড়া দিতে হবে।
ব্যাস, তৈরি হয়ে গেল নিরাপদ খাবার স্যালাইন। আজকে আমাদের বেশিরভাগ লোকের আচরণ দেখে মনে হয় আমরা জীবন নামক বহতা নদীতে ১ চিমটি মানুষ আর একমুষ্টি জানোয়ার।
আমাদের মহান প্রভু আল্লাহ্ বলেছেন, ‘মানুষ হও, মুমিন হও।’ তিনি বলে দিয়েছেন যে মুমিনদের জন্য জান্নাত। তাই মহানবী হজরত (সা.) ৪০ বছর ধরে মানুষ বানানোর চেষ্টা করেছেন নিজের কওমকে।
দলে দলে লোক তাঁকে দেখতে আসত। তাঁর বিশ্বস্ততায় মুগ্ধ হতো। তিনি ৪০ বছর ধরে মানুষ বানালেন। পরে মুমিন হওয়ার সবক দিতে লাগলেন। ভালো কাজের আদেশ দিতেন আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতেন।
আল্লাহপাক বলেছেন, ‘যে সৎকর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী, আমি তাকে পবিত্র জীবন দান করব এবং প্রতিদানে তাদের উত্তম কাজের প্রাপ্য পুরস্কার দেব যা তারা করত।’ (সূরা নাহল : ৯৭)।
হজরত (সা.) মানুষের মধ্যে সাদা কালো বৈষম্য করতেন না। অথচ আজকে দেখতে পাচ্ছি আধুনিক বিশ্ব জাতিবিদ্বেষ বর্ণবাদকে প্রশ্রয় দিচ্ছে। সভ্যতার গায়ে কালিমা লেপন করছে।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশ কালো মানুষ জর্জ ফ্লয়েডকে গলায় হাঁটু চেপে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। মৃত্যুর আগে সে কাতর কণ্ঠে শ্বেতাঙ্গ পুলিশটিকে বলেছিল, ‘প্লিজ, আই কান্ট ব্রিদ।’
সে নির্মম ঘটনায় বাংলাদেশসহ সারা বিশ্বে প্রতিবাদ হয়েছে। অথচ আমাদের মহানবী (সা.) প্রায় দেড় হাজার বছর আগে বর্ণবাদের অভিশাপ থেকে মুক্তির পথ দেখিয়েছেন।
পবিত্র কোরআন মজিদে বর্ণিত আছে, ‘মুমিনরা মাত্রই ভাই ভাই। অতঃপর তোমাদের ভাইদের মাঝে সন্ধি স্থাপন করে দাও। আর আল্লাহকে ভয় কর, যাতে তোমরা রহমতপ্রাপ্ত হও।’ (সূরা হুজুরাত-১০)।
সমগ্র বিশ্বে আজ ১ চিমটি মানুষ আর একমুষ্টি জানোয়ার। আজকে করোনার সময়ে আমরা কি বাংলাদেশের বেশিরভাগ মানুষের ব্যবহারে সন্তুষ্ট? বাসের ভেতরে কোনো বৃদ্ধ লোককে কেউ সিট ছেড়ে দিচ্ছে কী?
বরং রাস্তা পার হওয়ার সময় অপরকে ধাক্কা দিয়ে সামনে যাচ্ছে। মানুষের মুখোশ পরে স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে। স্বার্থের কারণে ভালো ব্যবহার আর স্বার্থ উদ্ধার হলেই আবার পশুত্ব ফিরে আসছে চরিত্রে। এটা কি মুনাফেকি নয়?
পবিত্র কালামে পাকে এরশাদ হচ্ছে, ‘মুনাফিকরা তো জাহান্নামের সর্বনিু স্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কোনো সাহায্যকারী পাবে না।’ (সূরা নিসা : ১৪৫)। কাজেই আমাদের ইমানকে তাজা করো কালব সাফ করতে হবে।
সত্যিকারের মুমিন হলে পৃথিবীতেই বেহেশত কায়েম হবে যেমন হয়েছিল মহানবী (সা.)-এর আমলে। পবিত্র কোরআন মজিদে বর্ণিত আছে,‘ হে মুমিনগণ! তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না।’ (সূরা আলে ইমরান : ১০২)।
তখন মুসলমানদের আচরণ দেখেই মানুষ নম্র হতো, পরোপকারী হয়ে যেত। কাউকে জোর করে ভয় দেখিয়ে ভালো মানুষ বানানোর প্রয়োজন হতো না।
পরিশেষে বলি, আমরা যারা বিশ্বাসী, তারা জানি মৃত্যু একদিন আসবেই। আল্লাহ রাব্বুল আলামীন কালামে পাকে বলেন, ‘জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমি তোমাদেরকে মন্দ ও ভালো দিয়ে বিশেষভাবে পরীক্ষা করে থাকি। আর আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।’ (সূরা আম্বিয়া-৩৫)।
কাজেই আসুন, মানবতাবোধ জাগ্রত করি। আমাদের যে দিল বা কলবটা আছে সেটার ভেতরে মনুষত্ববোধ জাগিয়ে তুলি। এ সময়ে মানুষের পাশে যতটুকু সম্ভব দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করোনা গজব থেকে হেফাজত করুন। আমীন!
সৌজন্যে যুগান্তর
Leave a Reply