ধরমপাশা সংবাদদাতা –
মধ্যনগর থানা আওয়ামী লীগের সম্মেলনে আজ সুনামগঞ্জ ১ আসনের বিতর্কিত সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন কে সম্মেলন মঞ্চে যেতে দেয়নি। মধ্যনগর বাজারের একটি ঘরে তাকে স্থানীয় পুলিশ আটক করে রাখে। এর আগে জেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছিল এলাকা ছাড়ার জন্যে। কিন্তু প্রশাসনের অনুরোধ উপেক্ষা করে তিনি মধ্যনগর বাজারে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন। তার নামে ব্যানার টানানো হয় মঞ্চে। কিন্তু উপরের নির্দেশে তাকে দলের কোনও কার্যক্রমে অংশগ্রহণ করতে বারন করা হয়। এদিকে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট সম্মেলনের মঞ্চে উঠেই রতনের নাম লেখা ব্যানার খুলে পূর্বনির্ধারিত জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন এর নাম লেখা অতিথির ব্যানার টানিয়ে দেন। সম্মেলনে শেষ করে জেলা নেতৃবৃন্দ আসার পরে পুলিশ রতনকে ঘর হইতে বের হওয়ার সুযোগ দেয়। তখন তার সমর্থকদের নিয়ে একটি পথসভা করে জেলা কমিটির নেতৃবৃন্দকে দোষারোপ করে বক্তব্য দেন।
Leave a Reply