Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

মধ্যনগরে সভাপতি,সম্পাদক পদে লড়বেন ১০ প্রার্থী

দীর্ঘ ৩৬ বছর পর আগামী ৮ নভেম্বর মধ্যনগর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করার লক্ষে গত ১৭ অক্টোবর ২৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দিয়েছে জেলা আওয়ামী লীগ। প্রথমে ৩১ অক্টোবর সম্মেলন করার তারিখ নির্ধারণ করা হয়েছিল। এদিকে সম্মেলনকে সামনে রেখে মধ্যনগর আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ বছর পর সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। সম্মেলনের প্রথম তারিখ পিছিয়ে যাওয়ায় সম্মেলন আদৌ হবে কি না তা নিয়ে নেতাকর্মীদের মাঝে এক ধরণের উৎকণ্ঠা রয়েছে। তবে নেতাকর্মীরা আশাবাদী ৮ নভেম্বরই সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্মেলনকে সামনে রেখে মধ্যনগর থানা আওয়ামী লীগের সভাপতি পদের জন্য নৃপেন্দ্র চন্দ্র রায়, গিয়াস উদ্দিন নূরী, অ্যাড. আব্দুল মজিদ, এহসান আলী তালুকদার, খসরুজ্জামান বাবলু এবং সাধারণ সম্পাদক পদের জন্য মোবারক হোসেন, মাহবুব আলম ফারুকী, প্রবীর বিজয় তালুকদার, পরিতোষ সরকার, শামীম আহমেদ নিজেদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা নিজেদের পদ ছিনিয়ে নিতে দলীয় হাইকমান্ডের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন। এমনকি নিয়মিত স্থানীয় নেতাকর্মীদের সাথেও তারা দফায় দফায় বৈঠক চালিয়ে যাচ্ছেন।

মধ্যনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বলেন, ‘এবারই প্রথম মধ্যনগর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। যাদের হাতে দল নিরাপদ থাকবে এবং আওয়ামী রাজনীতিকে পরিচ্ছন্ন রেখে সঠিক নেতৃত্বের মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করে যাবে সেই সকল ব্যক্তিদেরকে ভোটিংয়ের মাধ্যমে নির্বাচন করে একটি সুন্দর কমিটি ঘোষণা দেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানাই।’
সম্মেলন প্রস্তত কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন নূরী বলেন, ‘সম্মেলনকে সফল করতে আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। কমিটি গঠনের সময় যেন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয় এবং কোনো অনুপ্রবেশকারী যেন কমিটিতে অন্তর্ভূক্ত হতে না পারে সেজন্য জেলা নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করছি।’

Exit mobile version