জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সুনামগঞ্জের মধ্যনগর থানা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বিবাদমান দুটি গ্রুপের নেতাকর্মীরা উপিস্থিত ছিলেন।
বুধবার বিকালে হঠাৎ তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠানিক সম্পাদক কামরুজ্জামান কামরুল মধ্যনগর বাজারে উপস্থিত হলে থানা বিএনপির সকল নেতাকর্মীরা শুভেচ্ছা জানান। পরে কামরুজ্জামান কামরুল বিবাদমান দুটি গ্রুপের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন।
উক্ত সভায় সবাই দলের স্বার্থে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠানিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, মধ্যনগড় থানা বিএনপির সভাপতি সবুজ মিয়া, সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু, সাবেক সাধারন সম্পাদক আবুল বাসার, ধর্মপাশা উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলার ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জল, তাহিরপুর উপজেলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাদল মিয়া, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক চাঁন মিয়া মাষ্টার ও বিএনপি নেতা রফিকুল ইসলাম সহ মধ্যনগর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠানিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেন, দলের স্বার্থই আমাদের কাছে বড়। এর বাহিরে আমাদের কারো কোন কথা থাকতে পারে না। দলের স্বার্থে আমাদের মাঝে সকল ভেদাবেদ ভুলতে হবে। দলকে সুসংগটিত করতে হবে। এখন কারো সাথে কারো মতবিরোধ থাকা চলবে না। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়া এবং তারুন্যের প্রতীক তারেক রহমানের আদর্শ অনুসরন করতে হবে।