জগন্নাথপুর২৪ ডেস্ক ::স্ত্রী গর্ভবতী, কিন্তু তার ছিল অতিরিক্ত মদ পানের নেশা। নিষেধ করেও যখন স্ত্রীকে মানানো যাচ্ছিল না, রাগে খুন করে ফেলেন স্বামী। পরে লাশ গুম করার জন্য বাড়ির কাছে মাটিচাপা দেয়। এ ঘটনা ঘটে ভারতের মুম্বাইতে।
পুলিশ সূত্রে জানা যায়, ব্ছর দুই আগে প্রেম করে বিয়ে করে এই কল্পেশ দম্পতি। মুম্বাইয়ের ভিওয়ান্ডিতে বাড়িতে থাকত এরা। কল্পেশের স্ত্রী ৮ মাসের গর্ভবতী। কিন্তু তার মদ্যপানের আসক্তি ছিল প্রবল। স্ত্রীকে বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি মদ্যপান ছাড়তে পারছিলেন না। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাদানুবাদ হত নিত্যদিন। শেষমেশ রাগের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনই করে বসে কল্পেশ। কল্পেশের স্ত্রী বিয়ের আগে একটি ডান্সবারে নাচতেন।
স্ত্রীকে হত্যার পরে ১২ মার্চ পুলিশের কাছে স্ত্রীর নামে মিসিং ডায়েরি করে। পুলিশ তদন্তে নেমে কল্পেশের বয়ানে প্রচুর অসঙ্গতি খুঁজে পায়। শেষে জেরার মুখে কল্পেশ নিজের স্ত্রীকে খুনের কথা স্বীকার করে বসে। পরে বাড়ির কাছেই মাটিতে মৃতদেহ পুঁতে রাখে।
Leave a Reply