জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::প্রেমিকা ব্রুনা মার্কুইজেনের সঙ্গে ব্রাজিল ও বার্সা তারকা নেইমারের বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছে ২৩ বছর বয়সী ক্যারোলিন কাপুতোর নাম।
উঠতি এই মডেলের কারণেই নাকি সম্প্রতি নেইমারের দীর্ঘদিনের প্রেম ভেঙ্গে গেছে বলে জানিয়েছে ব্রাজিলের স্থানীয় গণমাধ্যম।
ব্রাজিলের একটি সংবাদপত্র দাবি করেছে, কাপুতোর সঙ্গে ঘনিষ্ঠতার খবর কানে যেতেই নেইমারের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন ব্রুনা। নেইমার শুরুতে ব্রুনার কাছে নিজের ভুল স্বীকার করেছিলেন। কিন্তু তাতে মন গলেনি ব্রুনার।
এর পরেই ব্রুনার সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন নেইমার।
এদিকে প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের পর নেইমারেকে সাও পাওলোর উঠতি মডেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বিভিন্ন জায়গায় দেখা গেছে।
নেইমারের সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকারও করেছেন কাপুতো। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে কারও কাছে জবাবদিহি করতে চান না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে বলেছেন নেইমারের সঙ্গ তিনি খুবই উপভোগ করেন।
অন্যদিকে নেইমার কাপুতোর সঙ্গে সম্পর্কের বিষয়টি সরাসরি স্বীকার না করলেও কাপুতো তার কাছে খুবই আকর্ষণীয় চরিত্র বলে জানিয়েছেন।