কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি-জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর ডিজে আফলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায় অভিস্টার মজিদপুর ই্কড়ছই রাসেল ট্রেডার্সকে এক শুন্য গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদপুর গ্রামের ক্রীড়া সংগঠক মোঃ নুরুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী ফজর খান, আব্দুল মান্নান, হাবিবুর রহমান হাবিব, কাচা মিয়া,ইলিয়াছ মিয়া, ফটিক মিয়া, বশর মিয়া,এমদাদুর রহমান সুমন, পংঙ্কজ দে,রেজু আহমদ, সুয়েব আহমদ,সায়েল মিয়া,আলম মিয়া প্রমুখ। পরে বিজয়ীদলের হাতে পুরস্কারের ট্রপি তুলে দেন অতিথিরা।
Leave a Reply