স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন,যুব সমাজ যত বেশী খেলাধূলায় মনোযোগী হবে ততই সমাজে অপরাধ প্রবনতা হ্রাস পাবে। তাই পড়ালেখার পাশাপাশি তরুন ও যুবকদেরকে ক্রীড়াঙ্গনে সক্রিয় থাকতে হবে। তিনি বলেন,ফুটবল হচ্ছে একটি নান্দনিক জনপ্রিয় খেলা। গ্রাম বাংলায় এই খেলার চর্চ্চা অব্যাহত রাখতে বর্তমান সরকার সহযোগীতা অব্যাহত রাখবে। এছাড়াও তিনি মজিদপুর খেলার মাঠকে খেলাধূলার উপযোগী রাখতে এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে বরাদ্দ প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি বুধবার বিকেলে মজিদপুর ইয়াং স্টার ফুটবল দলের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
পরে অতিথিরা খাশিলা টাইগার ফুটবল ক্লাবের অধিনায়ক আছকির মিয়া ও খেলোয়ারদের হাতে চ্যাম্পিয়ান পুরস্কার হিসেবে একটি টেলিভিশন ও রানার্সআপ দল মজিদপুর ইয়াং স্টার ফুটবল দলের অধিনায়ক রাজ মিয়াসহ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। খেলায় ৩৪টি দল অংশ নেয়।