জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মওদুদ আহমদ ভাঙা খাট নিয়ে ফ্লোরে থাকছেন-এটা বছরের সেরা হাসির নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মওদুদ আহমেদ বলছেন তিনি নাকি ফুটপাতে থাকবেন। সবাই জানেন মওদুদ আহমেদ ক্ষমতায় থাকাকালে প্রাসাদ বানিয়েছেন। বর্তমানে মওদুদ আহমদের একটি বাড়ি বিদেশিদের কাছে ভাড়া দেয়া আছে। তিনি বর্তমানে যে বাড়িতে আছেন সেটাও একটা বিলাশবহুল বাড়ি। তিনি ভাঙা খাট নিয়ে ফ্লোরে থাকছেন-এটা তো বছরের সেরা হাসির নাটক।
সেতুমন্ত্রী বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোন সহায়ক সরকারে অধীনে নির্বাচন হবে না। নির্বাচন করবেন নির্বাচন কমিশনার। সরকার শুধু নির্বাচন কমিশনারকে সহযোগিতা করবে। ওই সময় সকল আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচন কমিশনারের অধীনে থাকবে।
মন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, বাংলাদেশে জনগণকে সঙ্গে নিয়ে এখন আন্দোলন করার মত কোন বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই।
নিজ দলের নেতাকর্মীদেরকে উদ্দেশে বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বাড়ি-ঘরে থাকতে পারেনি। এটা মাথায় রেখে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বিএনপি যদি আবারও ক্ষমতায় আসে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নোয়াখালী (৪) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল প্রমুখ।