শায়েস্তাগঞ্জ সংবাদদাতা- শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় টাকার বিনিময়ে হোটেল রেজিস্টারে নাম লিপিবদ্ধ না করে প্রেমিক জুটিকে কক্ষ ভাড়া দেওয়ার অভিযোগে হোটেল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডিতের নাম সমুজ আলী। রবিবার বিকেলে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হবিগঞ্জ সদরের ইউএনও আশফাকুর রহমান চৌধুরী। এ ছাড়া প্রেমিক জুটির অভিভাবকদের খবর দিয়ে আদালতে হাজির করা হয়। পরে রাতে চার লাখ টাকা দেনমোহর, দুই ভরি স্বর্ণ ও বিয়ের বাজার বাবদ ৫০ হাজার টাকা ধার্য করে তাঁদের বিয়ে দেওয়া হয়। এর আগে তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটিতে উঠেছিলেন। বর-কনের বাড়ি যথাক্রমে বানিয়াচং ও হবিগঞ্জ সদর উপজেলায়।