বিশ্বনাথ প্রতিনিধি :বিশ্বনাথে ২টি ফার্মেসী ও ৪টি খাদ্যদ্রব্য বিক্রেতা প্রতিষ্ঠানকে ১৯হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভোক্তা সংরক্ষণ, দন্ডবিধি, নিরাপদ খাদ্য, আদর্শ ওজন ও পরিমাপ এবং পরিবেশ আইনে ওই ৬প্রতিষ্টানকে জরিমানা করা হয়। বুধবার বিকেলে উপজেলার হাবড়া বাজারে র্যাব ও পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতের এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক।এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পুল, ভেটেরিনারী ঔষধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় ‘কাউছার মেডিকেল হল’কে ২হাজার টাকা, ড্রাগ লাইসেন্স অন্যের নামে থাকায় ‘আশা ফার্মেসী’কে ১হাজার টাকা, অপরিচ্ছন্নতার দায়ে ‘ফাতেমা এন্ড ফাহিমা ভেরাইটিজ স্টোর’কে ১হাজার টাকা, ডিজিটাল মিটার না থাকায় ‘হক ট্রেডার্স’কে ৫শ’ টাকা, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন জাতের বিস্কুট, দই ও নিষিদ্ধ পলিথিন রাখার দায়ে ‘পুষ্প কলি’কে ১০হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ বিস্কুট রাখার দায়ে নেছার স্টোরকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানকালে হাবড়া-মাছুখালী সড়কের উপর ভাইভাই হোটেলের রান্নার চুলা থাকায় সেটি ভেঙে দেওয়া হয়। অভিযানকালে র্যাব-৯ এর টিম লিডার এএসপি আজিজুল হক সরকার, মেডিকেল অফিসার ডা: কাজী মাঈনুল ইসলাম মাহফুজ, র্যাব-৯এর এসআই নজীব, বিশ্বনাথ থানা পুলিশের এসআই রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, নির্বাহী সদস্য আক্তার আহমদ শাহেদ উপস্থিত ছিলেন।