স্টাফ রিপোর্টার:; পৌরসভা নির্বাচনে ভোট চাইতে গিয়ে পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে ধামরাই পৌরসভার ১নম্বর ওর্য়াড কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমানের পক্ষে ভোট চাইতে গিয়ে তার বড় ভাই মানছুর রহমান এক পোশাক শ্রমিককে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় এলাকাবাসী ওই লম্পট ধর্ষককে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ব্যাপারে ধামরাই থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আটক মানছুর রহমান সেনা কল্যাণ সংস্থায় কর্মরত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ওই ধর্ষিতাকে মেডিক্যাল করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে ধামরাই থানা পুলিশ। এলাকাবাসী ওই ধর্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
এ বিষয়ে এলাকাবাসী ও পুলিশ জানায়, ধামরাই পৌরসভা ১নম্বর ওর্য়াড কাউন্সিল প্রার্থী আব্দুর রহমানের বড় ভাই মো. মানছুর রহমান গতকাল সোমবার গভীর রাতে আইঙ্গন মহল্লায় তার ছোট ভাইয়ের জন্য ভোট চাইতে যায়। এ সময় ঢুলিভিটা ছুনটেক্স এর পোশাক শ্রমিককে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে মানছুর। ধর্ষিতা চিৎকার দিলে আশপাশের লোকজন ধর্ষক মানছুর রহমানকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ প্রসঙ্গে ধর্ষিতা জানান, তাকে ঘরের মধ্যে একা পেয়ে জোর করে ধর্ষণ করেছে মানছুর রহমান।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি (তদন্ত) জানান, ভিকটিমকে মেডিক্যাল করার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় ওই কাউন্সিলর প্রার্থী আব্দুর রহমান এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয় পাচ্ছে ধর্ষিতার পরিবার।