Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অন্তর্বর্তী সরকারের খাদ্য মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করবেন আলী ইমাম মজুমদার। সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদ বিভাগের গত ১৬ আগস্ট, ২৭ আগস্ট এবং ১০ নভেম্বরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি
মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছেন।
এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। গত ২০ ডিসেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Exit mobile version