Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়াল

জগন্নাথপুর২৪ ডেস্ক::
রস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে ৮ হাজার ৫৭৪ জনের প্রাণহানি হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এ তথ্য জানিয়েছে। এ ছাড়া ভূমিকম্পে সিরিয়ায় ২ হাজার ৫৩০ জনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পের প্রথম দিন (সোমবার) উদ্ধার উৎপরতা চালাতে বিলম্ব হওয়ার বিষয়টি স্বীকার করেছেন এরদোগান। পরিস্থিতি মোকাবিলায় তুর্কি জনগণকে ধৈর্য ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

দুর্যোগস্থল কাহরামানমারাসে পরিদর্শনে গিয়ে এক তুর্কি নেতা তিনি বলেন, রাস্তাঘাট ও বিমানবন্দরের সমস্যা ছিল। দিন দিন অবস্থার উন্নতি হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, উদ্ধারকারীরা অনেক মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করছেন। তাই নাটকীয়ভাবে নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে সংস্থাটি সতর্ক করেছে।
স্থানীয় সময় গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে এ ভূমিকম্প দেশ দুটিতে আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে আঘাত হানে। এর গভীরতা ছিল ২৪ দশমিক ১ কিলোমিটার।

Exit mobile version