জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক: পাবনায় ভূমিকম্পের সময় চেয়ার থেকে পড়ে পাবনা পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকেয়া খান ইতি মারা গেছেন। শনিবার দুপুরে গেপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, রোকেয়া খান ইতি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি। সভা চলাকালে হঠাৎ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় তিনি চেয়ার থেকে পড়ে মারাক্তক আহত হন। তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply