Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভূমধ্যসাগরে ৫০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ভূমধ্যসাগরে একটি অভিবাসী বোঝাই নৌকা ডুবে প্রায় ৫০ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেনের আলবরান দ্বীপ থেকে ৫০ কিলোমিটার দূরে আধা-ডুবন্ত নৌকাটির খোঁজ পায় স্পেনের কোস্টগার্ড। নৌকা থেকে মাত্র তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়। স্পেনের কোস্টগার্ডের বরাতে এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে বলা হয়, মরক্কো থেকে আনুমানিক ৫২ জন অভিবাসন প্রত্যাশী নিয়ে যাত্রা করে নৌকাটি। বার্তা সংস্থা এএফপিকে কোস্টগার্ডের এক মুখপাত্র বলেন, আশঙ্কা করা হচ্ছে ৪৯ জন মানুষ ডুবে গেছেন। উদ্ধারকারীরা ওই অঞ্চলের জলসীমায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, উদ্ধারকৃত তিনজন জানান, রাবার নির্মিত নৌকাটি ডুবতে শুরু করার সময় এতে ৫০ জনের বেশি মানুষ ছিলেন। নৌকাটি এর আগে কয়েকদিন ধরে উদ্দেশ্যহীনভাবে পানিতে ভাসছিলো। উদ্ধার করার পর পুরুষ তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজদের মৃত্যুর খবর নিশ্চিত করা গেলে এটা হবে জানুয়ারি থেকে এ বছরে এখন পর্যন্ত ভূমধ্যসাগরের এই অঞ্চলে ঘটা সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন যাত্রার ঘটনা।

Exit mobile version