Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগরের অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা থেকে ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে; যার মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।

স্থানীয় সময় রোববার রাতে উত্তর আফ্রিকার উপকূল থেকে ৬৮ কিলোমিটার দূরে তিউনিসিয়ার জলসীমায় এই অভিযান চালানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ছয় ঘণ্টা ধরে এই অভিযান চালায় জার্মানি ও ফ্রান্সের এনজিওর জাহাজ সি-ওয়াচ থ্রি ও ওশেন ভাইকিং।

ভূমধ্যসাগরে কাঠের নৌকাটিতে নৌকাটির ঠাসাঠাসি করে বসেছিলেন অভিবাসন প্রত্যাশীরা। এদের মধ্যে কারও মৃত্যু হয়েছে কিনা বা কেউ আহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

 

Exit mobile version