জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: শুদ্ধ সাংবাদিকতা ফিরিয়ে আনার লক্ষ্যে ভুয়া সাংবাদিকদের খুঁজে বেড়াচ্ছে সুনামগঞ্জ জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশিদ সোমবার বিকেলে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, জগন্নাথপুর উপজেলায় ভূয়া সাংবাদিকদের খুঁজে খুব শ্রীঘ্রই অভিযান চলবে। তিনি জানান, জাতীয় প্রেস কাউন্সিল থেকে লিখিত নির্দেশনা পাওয়ার পর শুদ্ধ সাংবাদিকতা ফিরিয়ে আনতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায়ও অভিযান পরিচালিত হচ্ছে।জানা গেছে, যানবাহনে স্টিকার লাগিয়ে, ভুয়া আইডি কার্ড প্রদর্শনসহ বিভিন্ন পন্থায় জঙ্গিবাদ, সন্ত্রাস, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকান্ড করে বীরদর্পে দাপিয়ে বেড়ানো এসব ভুয়া সাংবাদিকদের আইনের আওতায় আনতে উদ্যোগ নেয় প্রেস কাউন্সিল। এরই প্রেক্ষিতে জগন্নাথপুরসহসুনামগঞ্জ জেলার সবকটি উপজেলায় সাংবাদিক শুদ্ধি অভিযান চলছে।