Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

ভিডিও কলে পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে যে কথা হলো

জগন্নাথপুর২৪ ডেস্ক:;
আগামী বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ ভিডিও কলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকের সময় তিনি এ আমন্ত্রণ জানান। খবর আলজাজিরার।

এ সময় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন দুই প্রেসিডেন্ট। শি জিনপিংয়ের উদ্দেশ করে পুতিন বলেন, ‘আগামী বছর মস্কো সফর করলে চীন-রাশিয়া সম্পর্ক আরও মজবুত হবে।’
এ বছর চীনে আগের তুলনায় অনেক বেশি তেল রপ্তানি করেছে রাশিয়া। পুতিন বলেন, ‘ইতিহাসে চীন রাশিয়া সম্পর্ক বন্ধুত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’

কঠিন সময়ে রাশিয়ার পাশে থাকার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুতিন।

ফোনালাপে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারে সম্মত হন শি জিনপিং। তিনি বলেন, ‘কঠিন সময় হলেও সম্পর্ক জোরদারে আমরা সদাপ্রস্তুত।

Exit mobile version