জগন্নাথপুর২৪ ডেস্ক::
ভারত-পাকিস্তানও ঈদের দিন ঘোষণা করেছে। পাকিস্তানে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। এছাড়া একই দিনে ঈদুল ফিতর উদযাপন করবে ভারতও।
খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার ভারত ও পাকিস্তানে খালি চোখে ঈদের চাঁদ দেখা যাবে। আজ দক্ষিণ এশিয়ার এই দেশ দুটিতে ২৮তম রোজা।
এর আগে পর্যায়ক্রমে ঈদের তারিখ জানায় অস্ট্রেলিয়া, ব্রুনাই, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এই দেশগুলোতেও সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।
সবার আগে পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। শনিবার দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে।
সৌজন্যে আমার দেশ.কম